ন্যাভিগেশন মেনু

সন্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন মার্কাস রাশফোর্ড


ফুটবলার মার্কাস রাশফোর্ডকে সন্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ম্যানচেস্টার ইউনিভার্সিটি। ২২ বছর বয়সী মার্কাস রাশফোর্ড ইংল্যান্ড এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছেন।

এই ডিগ্রি প্রদানের মধ্য দিয়ে মার্কার রাশফোর্ড ম্যানচেস্টার ইউনিভার্সিটির সবচেয়ে কমবয়সী এরকম সন্মানসূচক ডিগ্রিধারী হতে চলেছেন।

করোনাভাইরাস লকডাউনের মধ্যে গ্রীস্মের ছুটির সময়ও যেন স্কুলগুলো তাদের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে খাবার দেওয়া অব্যাহত রাখে, সেজন্যে প্রচারণা চালিয়ে তিনি প্রশংসিত হয়েছিলেন। তার সেই ভূমিকার স্বীকৃতি হিসেবে ম্যানচেস্টার ইউনিভার্সিটি তাকে এই ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

মার্কাস রাশফোর্ডের প্রচারণার পর সরকার গ্রীস্মের ছুটির সময়েও ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে খাবারের জন্য কুপন দেওয়া অব্যাহত রাখে।

ম্যানচেস্টার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডেইম ন্যান্সি রথওয়েল বলেন, 'মার্কাস এক অসাধারণ মেধাবী তরুণ। তার উদ্যম ফুটবল মাঠের সীমানা ছাড়িয়ে অনেক দূর বিস্তৃত।'

মার্কাস রাশফোর্ড এই সন্মানসূচক ডিগ্রি পাওয়ার পর বলেন, 'এটি আমার এবং আমার পরিবারের জন্য এক গর্বের দিন।' সুত্র: বিবিসি বাংলা

এডিবি/