ন্যাভিগেশন মেনু

সবার আগে দেশের খেলা: মোস্তাফিজ


জাতীয় দলে ডাক পেলে শুধু আইপিএল নয়, অন্য কোনো খেলা নিয়ে ভাববেন না বলে জানিয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে বিসিবি অ্যাকাডেমিতে সংবাদমাধ্যমকে মোস্তাফিজুর রহমান বলেছেন, তার কাছে প্রাধান্য পাবে দেশের খেলা, ‘যদি টেস্টে আমাকে রাখে, আমি টেস্ট খেলবো। যদি না রাখে তাহলে বিসিবি জানে..., বিসিবি যেটা বলবে আমি সেটা করবো।’

তিনি আরও বলেন, ‘সবার আগে দেশের খেলা। শ্রীলঙ্কা সফরে টেস্ট দলে জায়গা পেলে আমি টেস্ট খেলবো। আর যদি না থাকি তাহলে তো ভিন্ন কথা। তবে দলে না থাকলে বিসিবির কাছে অনুমতি চাইবো আইপিএলে খেলার। কিন্তু সবার আগে দেশপ্রেম।’

উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার বাংলাদেশ থেকে দল পেয়েছেন দুজন। তিন কোটি ২০ লাখ রুপিতে সাকিব আল হাসানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর মোস্তাফিজুর রহমানকে ১ কোটি রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএল যখন অনুষ্ঠিত হবে ঠিক ওই সময়ই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশের।

আইপিএলে দল পাওয়ার পরপরই বিসিবির কাছে আবেদন করেন সাকিব আল হাসান। সাকিব এমন সিদ্ধান্ত নেওয়ার পর স্বাভাবিকভাবেই সকলে মোস্তাফিজুর রহমানের সিদ্ধান্ত জানার অপেক্ষায় ছিলেন।

ওয়াই এ/এডিবি