ন্যাভিগেশন মেনু

সর্বোচ্চ সংগ্রহ ছিল মাহমুদুল হাসানের জয়ের দখলে


ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের চলতি আসরে ৮৫ রানের ঝড় তোলা ইনিংস খেললেন মাহমুদুল হাসান। প্রথম পাঁচ রাউন্ড শেষে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল তার জয়ের দখলে। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে তিনি খেলেছিলেন ৫৫ বলে ৭৮ রানের ইনিংস। ষষ্ঠ রাউন্ডে নিজের এই ইনিংসকে ছাড়িয়ে ৮৫ রানে।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ষষ্ঠ রাউন্ডের ম্যাচের শুরুটা মোটেও ভালো ছিল না ওল্ড ডিওএইচএসের। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দিয়েছেন মাহমুদুল জয়। ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেটে এসে খেলেছেন একদম শেষ পর্যন্ত, অপরাজিত থেকেছেন ৫৫ বলে ৮৫ রান করে।

দেশের হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাহমুদুল জয়ের এ ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে ওল্ড ডিওএইচএস। আসরে নিজেদের তৃতীয় জয় পেতে মাহমুদউল্লাহ রিয়াদের গাজী গ্রুপকে করতে হবে ১৩৭ রান।

মাহমুদুল জয়ের ঝড় তোলা ইনিংসের আগে বল হাতে দারুণ নিয়ন্ত্রিত ছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তিনি ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় ২ উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট শিকার করেছেন মহিউদ্দিন, মুকিদুল ইসলাম, মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদ।

সিবি/ওআ