ন্যাভিগেশন মেনু

সাকিবের পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর


সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে সাকিব আল হাসানের করা ছুটির আবেদনে সাড়া দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে সাংবাদিকদের একথা জানান বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

তিনি বলেন, ‘সাকিব ছুটির জন্য চিঠি দিয়েছে। নিউজিল্যান্ডের পরে ওকে পাব। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করেছি। ওর ছুটিটা দিয়ে দিয়েছি।’

বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিবের ছুটি মঞ্জুর হওয়ায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত সন্তানসম্ভবা স্ত্রীর কাছে যেতে আর কোন বাধা থাকছে না। সাকিব-শিশির দম্পতির ঘর আলোকিত করে আসছে তৃতীয় সন্তান। এ সময় স্ত্রীর পাশে থাকতে চান সাকিব।

এরআগে, আগামী মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ড সফরে, পিতৃত্বকালীন ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুমতি চেয়েছিলেন সাকিব আল হাসান।

কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি টোয়েন্টি খেলতে চলতি মাসের ২৩ তারিখে দেশ ছাড়ছে ৩৫ সদস্যের লাল সবুজের দল।

এমআইআর/ওআ