ন্যাভিগেশন মেনু

সাকিবের সিদ্ধান্তে বিব্রত নই, মন খারাপ: পাপন


টেস্ট খেলা বাদ দিয়ে আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। আর এ কারণে ছুটিও নিয়েছেন তিনি। তবে বিশ্ব সেরা এই অলরাউন্ডারের এহেন সিদ্ধান্তে ভক্ত-সমর্থকদের মতোই মনঃক্ষুণ্ন বিসিবিও।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।

সাকিবের আইপিএল ইস্যুটি আসতেই যেন মন খারাপের সূর বোর্ড প্রধানের কণ্ঠে। প্রশ্ন করা হয়, সাকিব ইস্যুতে তিনি বিব্রত কী না।

‘না না, এখানে ব্রিবত বলাটা ইস্যু না। ব্রিবত ঠিক না, মন খারাপ। আমাকে যদি বলেন মন খারাপ।’

কিন্তু কেন মন খারাপ এ নিয়েও কথা বলেছেন পাপন। জানিয়েছেন, একজন খেলোয়াড় গড়ে তুলতে বা এই পর্যায়ে নিয়ে আসতে কতটা শ্রম, অর্থ ব্যয় করতে হয়।

‘দেখেন একটা খেলোয়াড়ের পেছনে কম ইনভেস্ট করি না। বোর্ড ১০-১৫ বছরে ধরে যে ইনভেস্টমেন্ট করে এটা আপনাদের সবকিছু জানা আছে কিনা তাও জানি না। একটা তো হচ্ছে খেলাধুলা লিমিটেড চুক্তি বা চুক্তির বাইরে ইনজুরি হলো সবকিছু নিয়ে আমরা ওদের যে সুযোগটা এখন দেই সেটা আগে কখনও চিন্তাই করা যেত না।’

ওআ/