ন্যাভিগেশন মেনু

সাবরিনাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে দুদক


বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হোসাইনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলগেটে ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক সেলিনা আখতার মনি।

এর আগে গত ২০ আগস্ট সাবরিনাসহ ছয়জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

উল্লেখ্য, করোনাভাইরাসের নমুনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট প্রদান করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের মামলায় গত ২৩ জুন জেকেজির সিইও আরিফসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে সংশ্লিষ্টতা পাওয়ায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনাকে ১২ জুলাই গ্রেপ্তার করে পুলিশ। চার্জশিটভুক্ত ৮ আসামিই কারাগারে আছেন।

এমআইআর/ এডিবি