ন্যাভিগেশন মেনু

সিকদার গ্রুপের সঙ্গে বৈঠকে সিবিডি প্রকল্পে বিনোয়োগের আশ্বাস আমিরাত ও ম্যনিলার শীর্ষ প্রতিষ্ঠানের


রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহরের ‘সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট’-এর (সিবিডি) আইকনিক টাওয়ার নির্মাণের বিশাল প্রকল্পের কাজটি দরপত্রের মাধ্যমে পেয়েছে বাংলাদেশের প্রথম সারির শিল্প  প্রতিষ্ঠান সিকদার গ্রুপ এবং জাপানের বিখ্যাত প্রতিষ্ঠান কাজিমার করপোরেশন।

‘সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট’ (সিবিডি)-এ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিতে গড়ে তোলা হবে ৭১ তলা ভবন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাহান্নর ভাষা আন্দোলনের স্মৃতিতে একটি ৫২ তলা ভবন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিগ্যাসি স্মরণে ৯৬ তলায় মিউজিয়ামসহ গড়ে উঠবে দেশের বৃহত্তম ১১১ তলা ভবন।

আইকনিক এই তিনটি ভবনের পাশাপাশি এখানে গড়ে উঠবে ৪০ তলা বিশিষ্ট আরও ৪১টি ভবন।

প্রায় ৯৬ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের ইতোমধ্যেই  প্রায় ৬০ হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগের সংস্থান করা হয়েছে।

এইসব প্রকল্পে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতেই সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত এবং ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদারের নেতৃত্বে বিনিয়োগ বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।

আজমান- এর ক্রাউন প্রিন্স শেখ রশিদ বিন আহমেদ বিন রশিদ আল নুয়াইমির ভাই শেখ আহমেদ বিন রশিদ আল নুয়াইমি সিবিডি প্রকল্পে বিনিয়োগের আশ্বাস দিয়েছেন ।

শেখ মারওয়ান বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাক্তউমের ব্যবসায়িক পরিচালক আরেফ আহমেদ আল জারউন সিবিডি প্রকল্পে বিনিয়োগের আশ্বাস দিয়েছেন।

রাজকীয় সম্মানের আদলে দুই দেশে সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদারকে উষ্ণ আথিথেয়তা প্রদান করা হয়।

ম্যানিলার নাভাকান প্রদেশের মেয়র এবং বিশিষ্ট ব্যবসায়ী চাভিট সিংসন সর্বোচ্চ পুলিশ নিরাপত্তার মাধ্যমে রন হক সিকদারকে বিমানবন্দর থেকে বরণ করে নেন।

চাভিট গ্রুপ, সিকদার গ্রুপের সঙ্গে বিভিন্ন প্রকল্পে অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছে।

ওআ/এডিবি / এস এস


আরো পড়ুন: