ন্যাভিগেশন মেনু

সিদ্ধিরগঞ্জে মার্কেট খুলে দেওয়ার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মার্কেট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা।

লকডাউনের দ্বিতীয় দিন মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ১১টায় শিমরাইল মোড় হাজী আসহান উল্লাহ সুপার মার্কেটের সামনে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ ও মানববন্ধন করেন ব্যবসায়ীরা। এ সময় বিভিন্ন মার্কেটের দুই শতাধিক ব্যবসায়ী বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন। বেলা ১১ থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মানববন্ধন শেষে এ বিক্ষোভ করে ব্যবসায়ীরা। 

এ সময় বিল্লাল হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন রইলো স্বাস্থ্যবিধি মেনে যাতে দোকান খুলে দেওয়া হয়। নইলে ব্যবসায়ীদের না খেয়ে মরতে হবে।'

মাজহারুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, 'এ লকডাউন আমরা মানি না। গতবছর লকডাউনে আমরা ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছি। স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি না মানলে সামনে আমরা কঠোর আন্দোলনে যাবো।'

মানববন্ধন ও বিক্ষোভ শেষে ব্যবসায়ীরা নিজ দায়িত্বে রাস্তা থেকে সরে যায়। তবে এ সময়ে পুলিশের কোন উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

উল্লেখ্য, গতকালও মার্কেট খোলার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।

এমএইচএস/এডিবি