ন্যাভিগেশন মেনু

সিনচিয়াংয়ের ১১৮টি দ্বিপাক্ষিক আন্তর্জাতিক পরিবহন সড়ক


এখন পর্যন্ত চীনের সিনচিয়াং ১১৮টি দ্বিপাক্ষিক আন্তর্জাতিক পরিবহন সড়কপথ চালু করেছে। সম্প্রতি বেইজিংয়ে আয়োজিত ‘চীনের এক দশক: সিনচিয়াং’ শীর্ষক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, সিনচিয়াং-ইউরোপ এক্সপ্রেসওয়ে সার্বিকভাবে চালু হয়েছে এবং সিনচিয়াং-কাজাখস্তান দ্বিতীয় রেলপথ নির্মিত হয়েছে। পাশাপাশি, সিনচিয়াং ২৬টি আন্তঃসীমান্ত আন্তর্জাতিক ফাইবার অপটিক কেবল নির্মাণ করেছে।

প্রেস ব্রিফিং অনুসারে, সিনচিয়াং ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আর্থ-বাণিজ্যিক যোগাযোগ ও সহযোগিতা জোরদার করেছে। এ ছাড়া, সিনচিয়াং ২৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ২১টি সহযোগিতাচুক্তি স্বাক্ষর করেছে, ১৭৬টি দেশ ও অঞ্চলের সঙ্গে আর্থ-বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছে, ৪৫টি বিদেশী শহরের সঙ্গে মৈত্রী-শহর সম্পর্ক গড়ে তুলেছে। সিনচিয়াংয়ের বৈদেশিক বিনিয়োগের আওতায় এসেছে ৬০টিরও বেশি দেশ ও অঞ্চল। সিনচিয়াং বিদেশে চারটি আর্থ-বাণিজ্যিক সহযোগিতা-এলাকা নির্মাণ করেছে। সিনচিয়াংয়ে ৬বার চীন-ইউরেশিয়া মেলা এবং ৪৩টি প্রতিবেশী দেশের পণ্যমেলা আয়োজিত হয়েছে।

ব্রিফিংয়ে আরও বলা হয়, সিনচিয়াং ২৪টি বিদেশী হাসপাতালের সঙ্গে চিকিত্সা পরিষেবা প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। সিনচিয়াং উরুমুচি আন্তর্জাতিক স্থলবন্দর এলাকা, কাশগর অর্থনৈতিক উন্নয়ন এলাকা, এবং হরগোস অর্থনৈতিক উন্নয়ন জোন ও পোর্ট অর্থনৈতিক এলাকার নির্মাণকাজ ত্বরান্বিত করেছে। (সূত্র: সিএমজি)