ন্যাভিগেশন মেনু

সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৬৭ রান


তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাধেভেরের ফিফটিতে বাংলাদেশকে ১৬৭ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ওপেনিংয়ে নামেন তাদিওয়ানশে মারুমানি ও ওয়েসলে মাধেভেরে। দলীয় ১৫ রানে ওপেনার মারুমানিকে সাজঘরে ফেরান শেখ মেহেদী হাসান ও দলীয় ৪২ রানে চাকাভাকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান।

৪২ রানে ২ উইকেট হারানোর পর মাধেভেরের সঙ্গে দলের হাল ধরেন ডিওন মেয়ার্স। উইকেটের চারদিকে বাহারি সব শট খেলে ফিফটি তুলে নেন মাধেভেরে। এরপরই মেয়ার্সকে আউট করে দুজনের জমে ওঠা জুটি ভাঙেন শরিফুল।

সৌম্য সরকারের সরাসরি থ্রোতে ৪ রানে রানআউট হন সিকান্দার রাজা। একপ্রান্ত আগলে রাখা মাধেভেরেকে ৭৩ রানে ফিরিয়েছেন শরিফুল ইসলাম।

তবে শেষদিকে স্বাগতিকদের বড় সংগ্রহ এনে দেন রায়ান বার্ল। তিনি ১৯ বলে ৩৪ রানের অপরাজিত এক ক্যামিও ইনিংস খেলেন।অন্যপ্রান্তে ৩ বলে ২ রান করেন লুক জঙ্গওয়ে।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম শিকার করেছেন ৩ উইকেট। এছাড়া মাহেদী ও সাকিব একটি করে উইকেট শিকার করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৬ ওভার ৩ বল শেষে ৪৫ রান তিন উইকেটের বিনিময়ে

এমআইআর/এডিবি/