ন্যাভিগেশন মেনু

সিলেটে ‘ফ্রি অক্সিজেন সেবা’চালু


সিলেটে থেকে সংবাদদাতা: করোনা সংকটকালে মানুষের অক্সিজেন জনিত অসহায়ত্বের কথা বিবেচনা করে সিলেটে চালু হচ্ছে ‘ফ্রি অক্সিজেন সেবা’। জরুরি বিবেচনায় রোগীদের বাসায় বাসায় সাময়িক অক্সিজেন সেবা পৌঁছে দিতে এ কর্মসূচি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও আব্দুল জব্বার জলিল ট্রাস্ট এ উদ্যেগ নিয়েছেন।

শনিবার (৪ জুলাই) সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে এ সেবার উদ্বোধন করেন শফিউল আলম চৌধুরী নাদেল।

এসময় উপস্থিত ছিলেন, নর্থ ইস্ট মেডিকেল কলেজের প্রধান গবেষক ও হেমাটলজি রেজিস্ট্রার ডা. আবু ইউসুফ মো. নাজিম, সংক্রামক ব্যধি হাসপাতাল সিলেটের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. এহছান-উজ-জামান খান, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অজয় ধর, মদন মোহন কলেজের প্রভাষক আবুল কাশেম প্রমুখ।

আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট ও আব্দুল জব্বার জলিল ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল বলেন, করোনাকালে কর্মহীন মানুষের মধ্যে কল সেন্টারের মাধ্যমে বাসায় খাদ্য সামগ্রীসহ বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় জরুরি রোগীদের বাসায় বাসায় সাময়িক প্রয়োজনীয় অক্সিজেন সেবা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নাদেল বলেন, করোনার এই দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি অনেকে এগিয়ে এসেছেন। আব্দুল জব্বার জলিল ট্রাস্ট এরমধ্যে অন্যতম। সম্প্রতি সিলেটের খ্যাতনামা কয়েকজন নাগরিক প্রয়োজনীয় অক্সিজেন না পেয়ে মৃত্যুবরণ করেছেন। যা খুবই দুঃখজনক।

তিনি বলেন, করোনাভাইরাস একটি অদৃশ্য ঘাতক। এই ঘাতকদের বিরুদ্ধে মোকাবেলা করতে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তাই তিনি অন্যান্য বেসরকারি ও সামাজিক সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানান।

জরুরি অক্সিজেন সেবা পেতে ০১৭৩৩ ৩০৯৮৬২, ০১৭৩৩ ৩০৯৮৬৩ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সিবি/এডিবি