ন্যাভিগেশন মেনু

হংকংয়ে আবাসিক এলাকায় আগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু


হংকংয়ে ইয়াউ মা তে আবাসিক এলাকায় হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে ভয়াবহ আগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ হয়েছে আরও ১১ জন।

রবিবার (১৫ নভেম্বর) রাতে পুরনো অ্যাপার্টমেন্ট ব্লক, দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানের জনবহুল এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সোমবার (১৬ নভেম্বর) ভোরে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, আগুনটি একটি আবাসিক ভবনে রেস্তোরায় লেগেছিল বলে ধারনা করা হচ্ছে। রেস্তোঁরাটিতে হিন্দুদের উৎসব দিওয়ালি উদযাপন করা হচ্ছিলো।

কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা চেয়ং কোওং-ইউয়েন জানিয়েছেন, বিল্ডিংটিতে অগ্নিনির্বাপনের কোনো ব্যবস্থা ছিলো না। লোকজন রান্নাঘরের পিছনে আটকা পড়েছিল।

হংকং সরকার জানিয়েছে, এই ঘটনায় ৮ থেকে ৩৮ বছর বয়সী চার পুরুষ এবং তিন মহিলা মারা গিয়েছে।

এদিকে মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। তিনি সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এবিসি নিউজ জানায়, এই ঘটনাটি হংকংয়ের পুরানো বিল্ডিংগুলিতে আগুন সুরক্ষার সমস্যাগুলিকে সামনে এনেছে। এসব এলাকায় যথাযথ ফায়ার সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম নেই।

বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর হংকংয়ে মারাত্মক অগ্নিকাণ্ড নিয়মিত ঘটনা। তবে সরকারের কঠোর আগুন সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের ফলে সাম্প্রতিক বছরগুলিতে তা অনেকটাই হ্রাস পেয়েছে।

সিবি/এডিবি