ন্যাভিগেশন মেনু

হাটে হাজির ম্যাজিস্ট্রেট, গরু নিয়ে পালালেন বিক্রেতারা


চুয়াডাঙ্গার জীবননগরে করোনাভাইরাস প্রতিরোধে চলমান বিধিনিষেধ অমান্য করে শিয়ালমারী সাপ্তাহিক পশুর হাট ভেঙ্গে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় সরকারি বিধিনিষেধ অমান্য করে হাটে গরু নিয়ে আসার অপরাধে দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের আব্দুল আজিজের ছেলে চাঁন আলীকে (৪৫) এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

বৃহস্পতিবার (২২ জুলাই)  শিয়ালমারী হাটে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধ অমান্য করে এবং হাট মালিকের নির্দেশনা অমান্য করে স্থানীয় ব্যাপারীরা বসিয়েছিল সাপ্তাহিক পশুর হাট।

খবর পেয়ে বেলা আড়াইটায় পুলিশ নিয়ে হাটে উপস্থিত হন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দীন। এ সময় ভয়ে গরু নিয়ে হাট থেকে দৌড়ে পালিয়ে যান বিক্রেতারা। এতে মুহূর্তেই হাট ফাঁকা হয়ে যায়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করে স্থানীয় ব্যাপারীরা শিয়ালমারী সাপ্তাহিক পশুর হাট বসিয়েছিল। গরুর হাট বসার খবর পেয়ে অভিযান চালিয়ে হাট ভেঙ্গে দেওয়া হয়েছে। এ সময় এক ব্যাপারীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এমন অভিযান কঠোর লকডাউন চলাকালীন সময়ে অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।

এসকে/এডিবি/