NAVIGATION MENU

হাতিয়ায় ট্রলারডুবি: আরও এক শিশুর মরদেহ উদ্ধার


নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় হাসান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মোট আট জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও ওই দুর্ঘটনায় সাতজন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে হাতিয়ার টাংকির চর সংলগ্ন নদী থেকে হাসানের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড দক্ষিণ জোনের (ভোলা) ডুবুরি দল।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এস এম তাহসিন রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ওই দুর্ঘটনার পর থেকে এখনও নিখোঁজ রয়েছেন নারী ও শিশুসহ সাতজন। এখন পর্যন্ত তিন ধাপে আটটি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।

এখনও নিখোঁজরা হলেন- জাকিয়া বেগম (৫৫) ,নার্গিস বেগম (৪), হালিমা (৪), লামিয়া (৩), নিহা (১), আমির হোসেন (২) ও আলিফ (১)।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় ডালেরচর থেকে ভোলার মনপুরায় যাওয়ার পথে বরযাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।

এডিবি/