ন্যাভিগেশন মেনু

হেরে যা বললেন অজি অধিনায়ক


 পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হারের স্বাদ পেয়েছ সফরকারী অস্ট্রেলিয়া।

মঙ্গলবার (৩ আগস্ট) প্রথম ম্যাচ ২৩ রানে ও বুধবার (৪ আগস্ট) দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে বাংলাদেশের কাছে হারের তেঁতো স্বাদ পেয়েছে ক্যাঙ্গারু বাহিনী।

দ্বিতীয় ম্যাচে শোচনীয় হারের প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড বলেন, ‘আমরা প্রথম ৪ ওভার বেশ ভালো ব্যাট করেছি। শুরুতে আমরা ভালো পজিশনেও ছিলাম। কিন্তু শেষ ৪ ওভারে প্রত্যাশামতো রান করতে পারিনি। তাই আমাদের পুঁজি ১২১ রানেই থেমে গেছে। এই উইকেটে ১৪০-১৫০ করলে হয়তো জয় আমাদেরই হতো।’

তিনি আরও বলেন, ‘আমাদের স্পিনাররাও ভালো বল করেছে। কিন্তু টার্গেট কম হওয়ায় দুর্ভাগ্যজনকভাবে হেরেছি। তবে আমাদের খেলায় উন্নতি হয়েছে। আশা করছি পরের ম্যাচে আরো ভালো খেলব।’

উইকেটের আচরণে তিনি বিস্মিত হয়ে বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের উইকেটও স্পিন সহায়ক ছিল। কিন্তু এখানে স্পিনারদের বল স্কিড করে ভেতরে ঢুকেছে, যা ওয়েস্ট ইন্ডিজে ছিল না।’

অজি অধিনায়ক বলেন, ‘স্পিনের বিপক্ষে আমরা সাহসী হব। পাশাপাশি আমাদের পরিকল্পনায় ঠিক থাকতে হবে, কারণ এই অল্প সময়ে সব কিছু পরিবর্তন করে ফেলা সম্ভব নয়। পরের ম্যাচে যেমন দরকার আমরা সেই খেলাটাই খেলতে চাই।’

এমআইআর/ওআ