ন্যাভিগেশন মেনু

৪০০ ছাড়ালো শ্রীলঙ্কা


বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দারুণ সূচনা করে বড় সংগ্রহের পথে স্বাগতিক শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪৩৬ রান।

সেঞ্চুরির পথে থাকা ওশাদা ফার্নান্ডোকে ফিরিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ২২১ বলে ৮ বাউন্ডারিতে ৮১ রান করে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ওশাদা।

এনিয়ে শ্রীলঙ্কার প্রথম চার ব্যাটসম্যানের ক্যাচই নিয়েছেন টাইগার উইকেটরক্ষক লিটন। যার দুটি উইকেট পেয়েছেন তাসকিন। বাকি উইকেট দুটি ভাগ করে নিয়েছেন শরিফুল ইসলাম ও মিরাজ।

এক উইকেটে ২৯১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল লংকানরা। আগের দিনের সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নে এদিন ইনিংস বড় করার দিকেই মনোযোগী ছিলেন। তবে প্রথম ঘণ্টা পেরোতেই তাসকিনের বলে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

আউট হওয়ার আগে ১৪০ রান করেন থিরিমান্নে। তার জায়গায় নামা ম্যাথিউস রানের খাতা খোলার আগে তৃতীয় বলেই কট বিহাইন্ড হয়েছিলেন। তবে বাংলাদেশের কেউ আবেদন না করায় বেঁচে যান এই অলরাউন্ডার।

এমআইআর/এডিবি/