বিশ্বের একমাত্র আন্তর্জাতিক পরিবেশ সচেতন সুন্দরী প্রতিযোগিতা ‘মিস আর্থ বাংলাদেশ ২০২১’। যোগ্যতা হিসেবে প্রতিযোগীদের শিক্ষা, মেধা, পরিবেশ চিন্তা ও উপস্থাপনার ভঙ্গিকে মানদন্ড হিসেবে বিবেচনা হয়। এবারের প্রতিযোগিতায় গালা রাউন্ডে ‘মিস এয়ার বাংলাদেশ’ হিসেবে ভূষিত হয়েছেন শাকিলা আঞ্জুম তানহা।
‘মিস এয়ার বাংলাদেশ’ হওয়ার পর অনুভূতি জানিয়ে দৈনিক বাংলাদেশ পোস্টকে তানহা বলেন, ‘মিস আর্থ বাংলাদেশ’ এ আসার পিছনের লক্ষ্যই ছিল ‘মাদার আর্থ’ নিয়ে কাজ করা। আমার আত্মবিশ্বাসের জন্যই আজ আমি এতদূর আসতে পেরেছি। এছাড়া আমার সবচেয়ে বড় সাপোর্ট হলো আমার মা যে সবসময়ই আমার পাশে ছিল। সামনে আরো ভালো কিছু করতে পারি সে জন্য সবার কাছে দোয়া চায়। ’
শাকিলা আঞ্জুম তানহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। মডেলিয়ের পাশাাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন।
ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে নতুন পণ্য তৈরি করে ই-কমার্স সাইটে বিক্রয়ের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করা এবং নতুন ধরনের নারী উদ্যোক্তা সৃষ্টি করাই মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতার মূল লক্ষ্য।
উল্লেখ্য, এবারের আসরে ‘মিস আর্থ বাংলাদেশ ২০২১’ এর মুকুট জিতেছেন উম্মে জমিলাতুন নাইমা। এছাড়া প্রতিযোগিতায় মিস ফায়ার ও ওয়াটার বাংলাদেশ হিসেবে ভূষিত হয়েছেন যথাক্রমে পিয়াল সরকার এবং ফাহমিদা বর্ষা। ফারজাহান পিয়া ও আরুশা আবিদা যথাক্রমে মিস বিউটিফুল ফেস ও মিস সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নির্বাচিত হয়েছেন।
ওআ/