ন্যাভিগেশন মেনু

সুকুমার সরকার

সুকুমার সরকার
May 22, 2019

সম্পাদকীয়

শেখ হাসিনার দেশ সেবায় ৩৮ বছর

শেখ হাসিনার দেশ সেবায় ৩৮ বছর

নয় মাস পর পাকিস্তানের বন্দি দশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশের মাটির স্পর্শ  করে বুক ভরে নিশ্বাস নিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।বাঙালির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনাও ছয় বছর বাদে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরেছিলেন সামরিক জান্তার রক্ত চক্ষু উপেক্ষা করেই।খুশির আনন্দ অশ্রু ঝড়িয়ে বাঙালি যেমন বঙ্গবন্ধুকে স্বাগত জানিয়েছিল তেমনিভাবেই দেশবাসী শেখ হাসিনাকে বরণ করে নিয়েছিল।পরিবারের অধিকাংশ সদস্যকে হারিয়ে শেখ হাসিনা গত ৩৮ বছর ধরে দেশের মানুষকে সঙ্গে নিয়ে নিরলসভাবে দেশ গড়ার কাজ করে যাচ্ছেন। এরমাঝে তাঁকেও একাধিকবার হত্যার অপচেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি ভয়কে জয় করে দেশের সেবা করে যাচ্ছেন। এজন্য একাধিকবার দেশে-বিদেশে দুর্লভ সম্মান অর্জন করেছেন।যা বাংলাদেশে বিরল।  প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১৭ জানুয়ারি। এদিন ঢাকার বিমানবন্দরে অবতরণের পর লাখ লাখ লোক তাঁকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছিল।সেদিন দেশবাসী বঙ্গবন্ধুর ছায়া দেখতে পেয়েছিলেন শেখ হাসিনার মাঝে। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু লন্ডন ও দিল্লি হয়ে ঢাকায় নেমেই আপনজনের মঝে ফিরতে পেরে আনন্দে  কেঁদেছিলেন।তেমনি ঢাকায় মানিক মিয়া অ্যাভিনিউতে মঞ্চে উঠে শেখ হাসিনাও কেঁদেছিলেন। কান্নাজড়িত কণ্ঠে হৃদয়ের আবেগ ঢেলে সেদিন বলেছিলেন, ‘আজকের জনসভায় লাখো চেনামুখ আমি দেখছি। শুধু নেই প্রিয় নেতা বঙ্গবন্ধু, মা আর ভাই, আরও অনেক প্রিয়জন। ভাই রাসেল আর কোনোদিন ফিরে আসবে না। আপা বলে ডাকবে না।সব হারিয়ে আজ আপনারাই আমার আপনজন। স্বামী-সংসার-ছেলে রেখে আপনাদের কাছে এসেছি। বাংলার মানুষের পাশে থেকে মুক্তির সংগ্রামে অংশ নেয়ার জন্য আমি এসেছি। আওয়ামী লীগের নেতা হওয়ার জন্য আসিনি।আপনাদের বোন হিসেবে, মেয়ে হিসেবে বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই। আবার বাংলার মানুষ শোষণের শৃঙ্খলে আবদ্ধ হচ্ছে।আমি চাই বাংলার মানুষের মুক্তি। শোষণের মুক্তি। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বঙ্গবন্ধু সংগ্রাম করেছিলেন। আজ যদি বাংলার মানুষের মুক্তি না আসে তবে আমার কাছে মৃত্যুই শ্রেয়। আমি আপনাদের পাশে থেকে সংগ্রাম করে মরতে চাই।’বঙ্গবন্ধুকে সপরিবারে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয়। সেদিন শেখ হাসিনা তাঁর ছোট বোন...