ন্যাভিগেশন মেনু

যেকোনো সময় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা


চৈত্র মাসের প্রথম দিকেও সারাদেশে কিছুটা ঠান্ডা আবহাওয়া বিরাজ করছিল। কিন্তু গত কয়েকদিন ধরে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। একই সঙ্গে বেড়েছে রোদের প্রখরতাও।

আবহাওয়া অফিস বলছে, আর মাত্র কয়েকদিন পর বৈশাখ মাস শুরু হবে। এ সময় টানা বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যেকোনো সময় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বজ্রপাতও হতে পারে। এছাড়া ধীরে ধীরে দেশে গরম আরও বাড়তে থাকবে।

দেশে মঙ্গলবার সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে চাঁদপুরে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ফরিদপুরে ৩৭ দশমিক ২, মাদারীপুরে ৩৬ দশমিক ১, গোপালগঞ্জে ৩৬ দশমিক ১, রাঙ্গামাটিতে ৩৭ দশমিক ২, চাঁদপুরে ৩৭ দশমিক ৫, নোয়াখালীতে ৩৬ দশমিক ৩, ফেনীতে ৩৬ দশমিক ৩, হাতিয়ায় ৩৬ ডিগ্রি, খুলনায় ৩৬ ডিগ্রি, মংলায় ৩৭ দশমিক ৩, যশোরে ৩৬ দশমিক ৪ এবং চুয়াডাঙ্গায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।  

ওআ/এডিবি