ন্যাভিগেশন মেনু

আখেরি মোনাজাতে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব


আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত  ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইহকালের শান্তি, পরকালের মাফিরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে শেষ হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত।

মোনাজাতে আল্লাহর কাছে নিজের রাগকে বশ, নাফরমানিকে ঘৃণা, ভালোবাসা ছড়িয়ে বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব গড়ার বিশেষ আর্জি জানানো হয়। এসময় আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য তওবা, সারা দুনিয়ার মুসলমান নর-নারীর গুনাহ মাফ, ঈমানের হাকিকত, ঈমানী ভয়, ঈমানী মৃত্যু, ঈমানী ভ্রাতৃত্ব মজবুত করা, ঈমানী রিজিক, ঈমানের সঙ্গে কবরে ও আখেরাতে পুনরুত্থিত হওয়ার তাওফিক চাওয়া হয়।

রবিবার  (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১৭ মিনিটে তুরাগতীরে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১১টা ৪৩ মিনিটে। প্রায় ২৬ মিনিটব্যাপী আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাদ কান্ধলভীর ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

মোনাজাতের আগে তিনি হেদায়েতি বয়ান করেন। তার বয়ান বাংলায় তর্জ‌মা করেন বাংলাদেশের মাওলানা মনির বিন ইউসুফ। দোয়ার শুরুতে মাওলানা ইউসুফ বিন সাদের মাধ্যমে ইজতেমায় অংশ নেওয়া সবাইকে সালাম জানান মাওলানা সাদ কান্ধলভী।

এর আগে শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় মুসলিম জাতির অন্যতম বড় জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার আয়োজন।

আখেরি মোনাজাত কেন্দ্র করে আজ রবিবার ভোর থেকে দলে দলে যোগ দেন হাজার হাজার মানুষ। মধ্যরাত থেকে ইজতেমা ময়দান এলাকায় বাস চলাচল বন্ধ থাকায় হেঁটেই রওনা হন মুসল্লিরা। তবে ঢাকার দক্ষিণাঞ্চল থেকে মেট্রোরেলে করে ইজতেমা এলাকায় এসেছেন অনেকে। এতে অফিস সময়ে হাজার হাজার মানুষের ভিড় দেখা গেছে মেট্রোরেল স্টেশনগুলোতে।