ন্যাভিগেশন মেনু

কক্সবাজারে ১৯ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি আটক


কক্সবাজারে ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে উখিয়ায় রাজাপালং এলাকার ডাম্পিং স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী ।

আটক ব্যক্তিরা হলেন - উখিয়া কুতুপালং দুই নম্বর ক্যাম্পের ডি-ব্লকের জিয়াউল হক (৩০) ও এক নম্বর ক্যাম্পের ই-ব্লকের লম্বাশিয়া এলাকার কামাল হোসেন (২০)।

আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, দুজন রোহিঙ্গা বেশকিছু ইয়াবা নিয়ে পাচারের জন্য অবস্থান করছিল জেনে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়। পরে তাদের হাতে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশি করে ১৩টি প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য ৯৮ লাখ টাকা। ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এস এ /এডিবি