ন্যাভিগেশন মেনু

চট্টগ্রামে পৃথক দুটি মহাসড়কে বিআরটিএ অভিযানে ১৭ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায়


বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)  সারা বাংলাদেশের অন্যান্য জেলার মতো চট্টগ্রাম জেলায় পৃথক দুটি প্রধান মহাসড়কে বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সম্প্রতি ফিটনেসবিহীন, লাইসেন্সবিহীন গাড়িগুলো মামলা,  জরিমানা ও জব্দ করা হয়। সোমবার সকাল থেকে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত মাধ্যমে অভিযান পরিচালিত হয়।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের অভিযানে সহায়তায় ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে (পটিয়া ক্রসিং) অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের ভ্রাম্যমান আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না। এসময় উপস্থিত ছিলেন চট্ট মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ফাহাদ শিকদার। 

এ অভিযানে ১০টি মামলা মাধ্যমে গাড়িগুলো থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসব মধ্য লাইসেন্স বিহীন ৪টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা, ফিটনেস বিহীন ৪টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা, অন্যান্য ২টি মামলায় ২ হাজার টাকা জরিমানা করেন। এতে ৬টি গাড়িকে ডাম্পিং/জব্দ করা হয় (১টি মাইক্রোবাস, ১টি টেম্পু ও ৪টি অনিবন্ধিত সিএনজি চালিত অটোরিক্সা)।

আরেক অভিযানে চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক সড়কে (রাউজান) অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ আলাউদ্দিন ।

এ অভিযানে ৭টি মামলায় গাড়িগুলো থেকে ৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এসব মধ্য লাইসেন্স বিহীন ২টি মামলায় ২ হাজার জরিমানা,  ফিটনেস বিহীন ২টি মামলায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা, অন্যান্য ৩টি মামলায় ২ হাজার ২০৯ টাকা জরিমানা করেন। এতে ২টি গাড়িকে ডাম্পিং/জব্দ করা হয় (অনিবন্ধিত ০২ সিএনজি চালিত অটোরিকশা)।