ন্যাভিগেশন মেনু

উঠান বৈঠকে নৌকায় ভোট চাইলেন রুহেল


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (চট্টগ্রাম-১ মিরসরাই) আসন থেকে দলীয় মনোনয়নে বর্তমান এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র মাহবুব উর রহমান রুহেল নৌকা প্রতীকে প্রচারণায় ভোটারদের মাঝে আগ্রহ বেড়েছে। তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান।

চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নৌকার প্রার্থী মাহবুব রহমান রুহেল ১৬ ইউনিয়ন, দুই পৌরসভায় ১৬২ টি ওয়ার্ডে প্রায় ১৭০টি উঠান বৈঠক করেছেন গত ১৮ দিনে।

বৃহস্পতিবার মিরসরাই উপজেলায় জনসাধারণের সাথে সাক্ষাৎ করেছেন তিনি। এতে বিশেষ করে আন্ত:ধর্মীয় গুরুজন, সংখ্যালঘু এলাকাসমূহ, জেলেপাড়াগুলো থেকে তাকে এক নজর দেখার জন্য উৎসুক মানুষের ব্যাপক আগ্রহ। সকাল হতে জেলেপল্লীর ও বড়বাজারগুলোয় তাকে দেখতে ছিল মানুষের ভীড়।

উঠান বৈঠকে মাধ্যমে লক্ষাধিক লোকের সরাসরি সংস্পর্শে গিয়েছেন তিনি। ভোটের মাঠে তার উঠান বৈঠকগুলো নীরব বিপ্লব ঘটিয়ে দিয়েছে মনে করছেন স্থানীয় ব্যক্তিরা। ভোটাররা খুব কাছ থেকে নৌকার প্রার্থীকে দেখছেন এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের সমস্যা নিরুপণের আশা ব্যক্ত করেন। উঠান বৈঠকগুলো তাকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করেছে।

উঠান বৈঠকে তিনি বলেন, তরুণদের কর্মসংস্থান বাড়ানো উদ্যোগ নেয়া হবে। মিরসরাই গড়ে উঠছে এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল। এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। এতে এলাকার জনগন এখানকার সুফল ভোগ করবেন। অর্থনৈতিক অঞ্চলে চাকরীর জন্য আমি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবো। যাতে দক্ষ হয়ে যুবকেরা এখানে চাকরী পায়। বর্তমান সরকারের উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে নৌকায় ভোট চায়। পরিবারের সদস্য, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন সবাইকে ভোটকেন্দ্রে নিয়ে সুশৃঙ্খলভাবে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।