ন্যাভিগেশন মেনু

এ মাসেই তাপমাত্রা ছাড়াবে ৪০ ডিগ্রী


চলতি মাসে তাপমাত্রা ছাড়াতে পারে ৪০ ডিগ্রী সেলসিয়াস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে গরমের সাথে সাথে থাকছে বজ্র-শিলাবৃষ্টিসহ এক থেকে দুইদিন মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা।

 আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাধারণত এপ্রিলের শুরুতে গ্রীষ্মের আবহাওয়া শুরু হলে যে আবহাওয়া থাকে তা গত দুই দিন ধরে দেশের বেশির ভাগ এলাকার থাকছে। বর্তমানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে।

আজ সোমবার সকাল ছয়টায় রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অথচ গত ৩০ বছরের গড় অনুযায়ী মার্চের এক তারিখে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ১৭ ডিগ্রি সেলসিয়াস।

এমআইআর/ওআ