ন্যাভিগেশন মেনু

করোনায় দেশে ২৪ ঘন্টায় মৃত্যু ৩৮, শনাক্ত ১৬৭৬


করোনাভাইরাস আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৮৩৯ জনে পৌঁছেছে।

এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও এক হাজার ৬৭৬ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ১০ হাজার ৯৯০ জন।

রবিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৮৯৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫১ হাজার ৩২২ জন।

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬১৩টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৩ শতাংশ। 

দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ ৪৯ হাজার ৮৭৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ৪ জন, চট্টগ্রামের ১২, রাজশাহীতে ৪ জন, খুলনায় ৬ জন, বরিশালে ১ জন, সিলেটে ৩ জন, রংপুরে ৫ জন এবং ময়মনসিংহে ৩ জন। এদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ১৩ জন নারী।

এস এ/এডিবি/