ন্যাভিগেশন মেনু

করোনা আক্রান্ত কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী


করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা‌ দেওয়া হচ্ছে।

রবিবার (৯ আগস্ট) নিজের ট্যুইট বার্তায় করোনা আক্রান্ত হওয়ার খবর জানান কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী।

তিনি লেখেন, 'ফ্লু-এর উপসর্গ দেখা দেওয়ার পর পরীক্ষা করালে করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। মুখ্যমন্ত্রী ওয়াইএস ইয়েদুরাপ্পার নেতৃত্বে আমার দফতর-সহ সরকারের প্রতিটি দফতর কভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে কঠোর পরিশ্রম করছেন।'

শ্রীরামালু আরও জানান, 'সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের আগাম সতর্কতা নিতে অনুরোধ করছি।'

গত রবিবার কভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ওয়াইএস ইয়েদুরাপ্পা। তিনি বেঙ্গালুরুর ওল্ড এয়ারপোর্ট রোডের মণিপাল হাসপাতালে ভর্তি আছেন। এরপর করোনায় আক্রান্ত হন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষ নেতা সিদ্দারামাইয়া।

এ ছাড়াও গত রবিবার কভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ি, এখনও পর্যন্ত কর্নাটক রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯১ জনের। এখন করোনায় চিকিৎ‌সাধীন ৭৯,৭৭৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮৯,২৩৮ জন।

ওয়াই এ/এডিবি