ন্যাভিগেশন মেনু

খোলা আকাশের মানুষগুলো পেলেন নিশ্চিন্তে ঘুমানোর আশ্রয়


ছন্দা বিশ্বাস

যাদের একবেলা খাবার যোগাড় করতে জীবনের সঙ্গে কঠোর সংগ্রাম করে চলতে হয়েছে, যাদের মাথার উপর ছাঁদ ছিলো না, যারা ফুটপাতে র্নিঘুম রাত পার করেছেন, এই ছিন্নমূল মানুষগুলো আজ পেলেন নিশ্চিন্তে ঘুমানোর আশ্রয়।

আজ তাঁদের নিজের ঠিকানা নিশ্চিত হয়েছে। আশ্রয়ের খোঁজে ঘর-বাড়িহীন এই মানুষ গুলো খরকুটোর মত ভেসে চলেছিলো অবিরাম ! তাঁদের সেই অবিরাম ভেসে চলা আজ স্থির হলো-খুঁজে পেলেন তীর। এই তীরে ভেড়ানোর জন্য যিনি নিরন্তর কাজ করে চলেছেন তিনি হলেন- আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গ্রীষ্মের কঠোর তাপ অথবা কালবৈশাখীর আক্রমণ থেকে রেহাই পেতে তাঁদের কোন ন্যুনতম আশ্রয়ই ছিল না। ফুটপাতই ছিল এই মানুষগুলোর একমাত্র ঠিকানা। বেঁচে থাকার জন্য দিন-রাত যুদ্ধ করে চলতে হয়েছে।

আজ সেই সব মানুষের বিরুপ প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধের দিন শেষ হয়েছে। বিজয়ী হয়েছেন সেইসব অসহায় যোদ্ধারা। তাদের এই বিজয় সম্ভব হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই।

এক সময় যাদের চোখে ছিলো অবিরাম অশ্রুধারা,  আজ তাঁদের চোখে-মুখে আনন্দের ছড়াছড়ি। যাদের আশ্রয় ছিলো পথের ধারে ছেড়া-ফুটো তাবুর নিচে, আজ তাদের আশ্রয় হয়েছে একটা সুন্দর পাকা ঘরে।

যা তাঁদের কাছে স্বপ্নের চেয়েও বেশি। এই ঘরটি এসব মানুষগুলোর কাছে রূপকথার গল্প আলাদিনের প্রদীপের মত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সব পরিবারগুলোর কাছে আলোর প্রদীপ হয়েছে এসেছেন।

ভূমিহীন-গৃহহীন পরিবাররের মাঝে প্রায় নয় লাখ ঘর দিচ্ছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।   প্রতিটি ঘরে ব্যয় হচ্ছে এক লাখ ৭৫ হাজার টাকা।

যেখানে এই মানুষগুলোর কাছে ১০ টাকা ব্যয় করাটা অমাবস্যার চাঁদের মত, সেখানে তাদের ঠাই মিললো লাখ টাকা ব্যয়ের একটি সুন্দর ঘরে।

প্রথম পর্যায়ে ঘর পেলেন দেশের ৪৯২টি উপজেলার ৬৯ হাজার ৯০৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার। আগামী মাসে আরও এক লাখ পরিবার বাড়ি পাবেন।

এই অনুষ্ঠানে আশ্রয়ণ প্রকল্পের তৈরি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।আগামী মাসে আরও ১ লাখ পরিবার বাড়ি পাবেন। অনুষ্ঠানে আশ্রয়ণ প্রকল্পের তৈরি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

প্রথম ধাপে ভূমিহীন-গৃহহীনদের একটি সুন্দর ঘরের স্বপ্ন পূরণে দুই শতক জমিসহ একটি আধাপাকা বাড়ি দেওয়া হয়েছে।

শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন ৪৯২টি উপজেলার মানুষ।

মুজিববর্ষ উপলক্ষে দেশের ৪৯২টি উপজেলার ৬৯ হাজার ৯০৪ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা ঘরসহ বাড়ি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্তান্তরের সময় আরও বলেছেন, সবাই ঘর পাবেন এটাই বড় উৎসব। আজকে আমার অত্যন্ত আনন্দের দিন, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করতে পারা, বড় আনন্দের বিষয়।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশের একটি মানুষও গৃহহীন থাকবেন না। পৃথিবীতে কোনো দেশের সরকার এতো অল্প সময়ে বিপুল সংখ্যক মানুষকে বসবাসের জন্য ঘর দিতে পারেনি। যা আওয়ামী লীগ সরকার পেরেছেন। এ সময় সারাদেশে যারা ঘর পেয়েছেন, তাদের ঘরের সামনে একটি করে গাছ, বিশেষ করে ফলজ গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

লেখক: ছন্দা বিশ্বাস, আজকের বংলাদেশ পোস্টে কর্মরত