ন্যাভিগেশন মেনু

চবি কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় পরিবারের একটি গুরুত্বপূর্ণ অংশ: চবি উপাচার্য


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির নব-নির্বাচিত সভাপতি রশীদুল হায়দার জাবেদের নেতৃত্বে অফিসার সমিতির নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যবৃন্দ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার সাথে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ ও উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার এস. এম. ফোরকান উপস্থিত ছিলেন।

চবি উপাচার্য বলেন, কর্মকর্তারা বিদ্যালয় পরিবারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ বিশ্ববিদ্যালয়কে বিশ্বমর্যাদায় তুলে ধরতে শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই প্রত্যেকে স্ব স্ব অবস্থানে থেকে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করলে এ বিশ্ববিদ্যালয় তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবেপ্রত্যাশা ব্যক্ত করেন।

অতঃপর চবি অফিসার সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দ চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

চবি অফিসার সমিতির কার্যালয়ে নব নির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি ২০২৩-২০২৪ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ডেপুটি রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন।

এ সময় অফিসার সমিতির বিদায়ী কমিটির সদস্যবৃন্দ, নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে নব নির্বাচিত নেতৃবৃন্দ চবি বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির কার্যকরী কমিটি ২০২৩-২০২৪ এর নির্বাচন চবি অফিসার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার রশীদুল হায়দার জাবেদ সভাপতি, রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার মিনা পারভীন হোসেন সহ-সভাপতি, রেজিস্ট্রার অফিসের সহকারী রেজিস্ট্রার আব্দুল্লাহ আল আসাদ সাধারণ সম্পাদক, রেজিস্ট্রার অফিসের সহকারী রেজিস্ট্রার মোঃ আবুল মনছুর (সিকদার) সহ-সাধারণ সম্পাদক, হিসাব নিয়ামক দপ্তরের সহকারী পরিচালক মোঃ মুশফিক উর রহমান কোষাধ্যক্ষ, চবি কেন্দ্রীয় গ্রন্থাগার অফিসের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান (সাগর) সাংগঠনিক, দপ্তর ও প্রচার সম্পাদক, পরীক্ষা নিয়ন্ত্রণ অফিসের সেকশন অফিসার মুহাম্মদ সালাহ উদ্দীন কাদের চৌধুরী সমাজ কল্যাণ, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক এবং নির্বাহী সদস্য পদে যথাক্রমে চবি প্রেসের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মোরশেদ আলম, হিসাব নিয়ামক অফিসের উপ-হিসাব নিয়ামক আব্দুল হামিদ লস্কর, চবি উপ-উপাচার্য দপ্তরের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আক্তার হোসাইন এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার (কম্পিউটার) জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।
 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, নির্বাচন কমিশনার হিসেবে চবি রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখার সহকারী রেজিস্ট্রার (একাডেমিক) বিশ্বরূপ দাশ গুপ্ত এবং নির্বাচন কমিশনার ও সদস্য-সচিব হিসেবে চবি রেজিস্ট্রার অফিসের গোপনীয় শাখার সেকশন অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসাইন দায়িত্ব পালন করেন।