ন্যাভিগেশন মেনু

চবি ল্যাবরেটরি স্কুলে বই উৎসবে চবি উপাচার্য

'বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ইতিহাসে একটি বিরল ঘটনা'


সরকার প্রদত্ত বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠান ‘বই উৎসব’ বছরের প্রথমদিন সোমবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ ‘বই উৎসব’ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।
 
এসময় উপস্থিত ছিলেন চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর ড. দানেশ মিয়া। চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাসিমা পারভীনের সভাপতিত্বে এবং মাধ্যমিক শাখার সহকারী শিক্ষক মোহাম্মদ আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক মোঃ শফিউল আজম।

চবি উপাচার্য বলেন, “একটি জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সারাদেশব্যাপি বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ইতিহাসে একটি বিরল ঘটনা”। 
 
শিক্ষাব্যবস্থায় নতুন ক্যারিকুলামকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “বর্তমান ক্যারিকুলামে সরকার একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃজনশীল, জ্ঞানভিত্তিক ও সহশিক্ষা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদেরকে স্মার্ট নাগরিক হিসেবে তৈরী করার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।” 

তিনি র্য শিক্ষাসহ সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমের ধারা অব্যহত রাখতে সকলকে যথাযথ কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।
 
পরে চবি উপাচার্য শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন এবং স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করে অনুষ্ঠানের সুচনা হয়। 

অনুষ্ঠানে অনুষ্ঠানে স্কুলের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মোস্তফা সরকার, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।