ন্যাভিগেশন মেনু

চমেক হাসপাতালে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃক বাস্তবায়নাধীন ‘ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচি (২য় সংশোধিত) আওতায় ‘জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা’ শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সচিব মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা; নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, মহাপরিচালক সাহান আরা বানু; নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, মহাপরিচালক মাকসুরা নূর; স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, অতিরিক্ত সচিব (প্রশাসন) এ.কে.এম. নূরুন্নবী কবির; যুগ্মসচিব (উন্নয়ন অনুবিভাগ) মোঃ আব্দুস সালাম খান; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডাঃ ছয়েফ উদ্দিন আহমেদ; ফিটোমের্টানাল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ তাবাসছুম পারভীন; ফিটোমের্টানাল বিভাগ অধ্যাপক ডাঃ নাহরীন আখতার; পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিচালক (এমসিএইচ- সার্ভিসেস) ডাঃ মোঃ মুনীরুজ্জামান সিদ্দীকী; পরিচালক ও লাইন ডাইরেক্টর (এমএনসিএন্ডএএইচ) ডাঃ মোঃ নিজাম উদ্দিন; চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: মো: মহিউদ্দিন; পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক গোলাম মোঃ আজম; চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি; জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান; সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী; পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সাহেনা আক্তার। ‘ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচি (২য় সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক সমন্বয় সভার উদ্দেশ্য সকল অতিথিদের মাঝে তুলে ধরেন। এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সচিব মো. আজিজুর রহমান সাথে পরিবার পরিকল্পনার উপ-পরিচালক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, গাইনী কন্সালটেন্ট, নার্স, এবং মাঠ কর্মীদের সমস্যা অতি দ্রুত সমাধান করবেন বলে আশ্বাস দেন। তিনি সমাজের সকল স্তরের মানুষকে একসাথে কাজ করে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার নির্মূল করার আহ্বান জানান।

আগামী ১৯-২৫ জানুয়ারী “জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ” সারাদেশে সকল সরকারি সেবাকেন্দ্রে পালনের নির্দেশ দেন।
সমন্বয় সভার সভাপতি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম আহসান সমাপনী বক্তব্যের মাধ্যমে ‘জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা’ সমাপ্তি হয়। সমন্বয় সভাটি পরিচালনা করেন বিএসএমএমইউ পাবলিক হেল্‌থ এক্সপার্ট এন্ড কল্পোস্কোপিস্ট ডাঃ সাদিয়া মাহবুবা।