ন্যাভিগেশন মেনু

চাটমোহরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন


“বড়াল নদ দখল ও দূষণমুক্ত করে নদের জীবন বাঁচান, বাংলাদেশ বাঁচান” এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়েছে।

রবিবার (১৪ মার্চ) সকাল ১০টায় চাটমোহর পৌরসদরের মাস্টারপাড়ায় চিত্রগৃহ প্রাঙ্গনে এক আলোচনাসভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জয়দেব কুন্ডুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরিন।

আলোচনাসভায় বড়াল রক্ষা আন্দোলনের আহ্বায়ক অঞ্জন ভট্টাচার্য, সদস্য সচিব এস এম মিজানুর রহমান, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

আইকেআর/এসএ/এডিবি