ন্যাভিগেশন মেনু

জয়পুরহাটে জামায়াতের আমিরসহ আটক ৫


জয়পুরহাট জেলার কালাই উপজেলায় গোপন বৈঠক করার সময় জেলা জামায়াতের আমিরসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুন) সকালে ৫ দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠানো হয়।

এর আগে বুধবার (২ জুন) সন্ধ্যায় কালাইয়ের উপজেলা পাড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- জেলা জামায়াতের নায়েবে আমির ও ওলামায়ে মাসায়েক বিভাগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম (৪৫), কালাই উপজেলা জামায়াতের আমির মুনসুর রহমান (৪৭), কালাই পৌর জামায়াতের আমির মো. মোজাফ্ফর হোসেন (৪৭), উপজেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক মো. তাইফুল ইসলাম (৪৭) এবং সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান (৪৪)।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ‘বুধবার সন্ধ্যায় কালাই উপজেলাপাড়ার জামায়াত নেতা মুনসুর রহমানের বাড়িতে জেলা জামায়াতের নায়েবে আমিরসহ বেশ কয়েকজন নেতা গোপন বৈঠকে বসেন। পরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়।’

পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি গোপন বৈঠকে তারা অন্তর্মূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। যা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিঘ্ন ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র। এ বিষয়ে আরও তদন্ত চলছে।’

এস এ/ওআ