ন্যাভিগেশন মেনু

দিরাইয়ে চলন্ত বাসে ধর্ষণচেষ্টা: ৩ দিনের রিমান্ডে বাসচালক


সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি বাসচালক শহীদ মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৪ জানুয়ারি) সকালে দিরাই থানা থেকে তাকে আদালতে আনা হয়।

আদালত সূত্রে জানা যায়, এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রাজেশ বড়ুয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাগীব নুরের আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে রিমান্ড শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক (এসআই) সুমন মালাকার জানান, বাসচালক শহীদ মিয়াকে গ্রেপ্তারের পর প্রথমে সিআইডি সুনামগঞ্জ কার্যালয়ে নেওয়া হয়। এরপর তাকে ঢাকায় আনার পর আবার তাকে ফিরিয়ে নিয়ে দিরাই থানায় হস্তান্তর করা হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান সংবাদমাধ্যমকে জানান, চালক শহীদ মিয়াকে সিআইডি পুলিশ নানা কৌশলে ঢাকা থেকে সুনামগঞ্জে এনে ভোর ৬টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশন থেকে আটক করেছে।

প্রসঙ্গত, বাসে সিলেটে বোনের বাড়ি থেকে গত শনিবার সন্ধ্যায় দিরাই আসার পথে দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে এলে বাসে অন্য কোনো যাত্রী না থাকার সুযোগে বাসের ড্রাইভার ও হেলপার মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে। তখন সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হন ওই ছাত্রী।

এ ঘটনায় ওই দিন রাতেই ছাত্রীর বাবা বাদী হয়ে বাসের চালক শহীদ মিয়া ও হেলপার রশিদ আহমদকে আসামি করে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

ওয়াই এ/এডিবি