নেত্রকোণা জেলার দুর্গাপুরে ঘর থেকে তুলে নিয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে দুলাভাইয়ের (জামাইবাবু) বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ধর্ষিত কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনার পর কিশোরীর দাদা বাদী হয়ে মাসতুতো বোন জামাই মুলহাস মিয়াকে (৩৫) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সারা দিন অটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন কিশোরীর ভাই।কিশোরীর মা বাবা মৃত্যুর পর প্রায় সময় কিশোরীর বাসায় আসা যাওয়া করতেন খালাতো বোনের জামাই মুলহাস মিয়া।
ভুক্তভোগীর পরিবার জানায়- সোমবার (১৩ সেপ্টেম্বর) ঘটনার রাতে আসামি মুলহাস মিয়া কিশোরীর দরজায় কড়া নাড়েন। তিনি জানান, তার স্ত্রী (কিশোরীর খালাতো বোন) ভীষণ অসুস্থ। কিশোরী দরজা খোলার সঙ্গে সঙ্গে তার মুখ চেপে পাশের একটি বনে নিয়ে যায় মুলহাস।
সেখানে ধর্ষণের পর তাকে ফেলে পালিয়ে যায়।কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এস এস