NAVIGATION MENU

সামাজিক অবক্ষয়:

ধর্ষণ থেকে রেহাই পায়নি ৭২ বছরের বৃদ্ধা, আটক ধর্ষক


ফের সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত নজির দেখলো বাংলাদেশ। গতবছরের মে মাসে টাঙ্গাইল জেলার মধুপুরে শতবর্ষী এক বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছিলেন। এবার মুন্সিগঞ্জে ধর্ষিত হলেন ৭২ বছর বয়সি এক বৃদ্ধা।

মুন্সিগঞ্জ সদর উপজেলার পূর্ব শীলমন্দী গ্রামে ৭২ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ করেছে এক যুবক। গত ৩০ সেপ্টেম্বর রাত ৯টার দিকে নিজ বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মুন্সিগঞ্জ সদর থানায় একা এসে ওই বৃদ্ধা অভিযোগ দায়ের করেন।

এই ঘটনায় পূর্ব শীলমন্দী গ্রামের মৃত আমিন শেখের ছেলে কাদির শেখের (৩৮)  বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ওই বৃদ্ধা।

ধর্ষক কাদের শেখ (৩৮) বৃদ্ধাকে ১০টি ডিম ও এক শ টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

শনিবার সকালে বৃদ্ধার শারীরিক অবস্থা খারাপ হলে মুন্সীগঞ্জ পৌরসভায় কর্মরত তার নিকট আত্মীয়কে বিষয়টি জানানো হয়। পরে বিষয়টি পৌর মেয়রকে জানালে মেয়র পাশে থাকার আশ্বাস দিয়ে আইনগত পদক্ষেপ নিতে পরামর্শ দেন। দুপুরে ধর্ষণের ঘটনায় সদর থানায় ওই বৃদ্ধা অভিযোগ করেন।

অভিযোগ দায়ের ও চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হওয়ার পরও অভিযুক্ত কাদের তার পথরোধ করে এবং হুমকি দেয়।ধর্ষিতা এখন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, গত ৩০ সেপ্টেম্বর রাত ৯টায় নামাজের জন্য ওজু করতে নিজ বাসা থেকে বের হন ওই বৃদ্ধা। তখন প্রতিবেশী কাদির শেখ ওই বৃদ্ধার মুখ চেপে ধরে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

তিনি জানান, এর দুদিন পর শনিবার বিকেল ৩টার দিকে থানায় এসে অভিযোগ করেন ওই বৃদ্ধা। তিনি নিজে বাদী হয়েই একজনকে আসামি করে সন্ধ্যায় ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্তকে আসামিকে আটক করা হয়েছে।

এডিবি/