ন্যাভিগেশন মেনু

নড়াইলে প্রতিপক্ষের গুলিতে ব্যাংক কর্মী নিহত


নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে প্রতিপক্ষের শটগানের গুলিতে এক ব্যাংক কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও ৭ জন আহত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) কালিয়া উপজেলার দেওয়াডাঙ্গা গ্রামে গুলি বর্ষণের এ ঘটনা ঘটে।

নিহতের নাম মাসুদ রানা। তিনি ফরিদপুরে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে গানম্যান পদে কর্মরত ছিলেন। তিনি ঈদের ছুটিতে বাড়ি আসেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দেওয়াডাঙ্গা গ্রামের কাজল মোল্যা ও আমিনুর শেখ পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে কাজল ও তার পক্ষের কয়েকজন শটগান নিয়ে আকস্মিকভাবে আমিনুর পক্ষের উপর এলোপাথাড়ি গুলি বর্ষণ করে। এতে ৮ জন গুলিবিদ্ধ হয়।

এ সময় আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল ও নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে মাসুদ রানাকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে স্থানান্তরিত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। মাসুদ রানার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওয়াই এ/এডিবি