ন্যাভিগেশন মেনু

পাকিস্তানের নতুন কোচ হলেন হেইডেন-ফিলান্ডার


পাকিস্তান জাতীয় ত্রিকেট দলের কোচের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন ও দক্ষিন আফ্রিকার পেসার ভারনন ফিলান্ডার।

পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) নব নির্বাচিত চেয়ারম্যান রমিজ রাজা এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে রমিজ বলেন, ‘বিশ্বকাপ জয়ের মত অভিজ্ঞতা আছে হেইডেনের। দক্ষিণ আফ্রিকার পেস বিভাগের অন্যতম ভরসার নাম ফিলান্ডার। আমি মনে করি হেইডেন-ফিলান্ডার আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে সাফল্য এনে দেবে।’

অস্ট্রেলিয়ার হয়ে ১০৩ টেস্টে ৮৬২৫, ১৬১ ওয়ানডেতে ৬১৩৩ ও ৯ টি-২০তে ৩০৮ রান করেছেন হেইডেন।

অপরদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৪ টেস্টে ২২৪, ৩০ ওয়ানডেতে ৪১ ও ৭ টি-২০ তে ৪ উইকেট নিয়েছেন ফিলান্ডার।

প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে পিসিবি। দল ঘোষণার পরই দায়িত্ব থেকে পদত্যাগ করেন প্রধান কোচের মিসবাহ উল হক ও পেস বোলিং কোচ ওয়াকার ইউনুস।

এরপর নিউজিল্যান্ড সিরিজের জন্য অন্তবর্তীকালিন কোচ হিসেবে দায়িত্ব পান পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার সাকলাইন মুস্তাক ও আব্দুল রাজ্জাক।

এমআইআর/ওআ