ন্যাভিগেশন মেনু

পাবনায় ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান


নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনাসহ দেশব্যাপী সংঘটিত যৌন হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষণের একমাত্র শাস্তি ফাঁসির দাবিতে পাবনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনের সড়কে সচেতন নাগরিক পাবনান ব্যানারে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, প্রদীপ ফাউন্ডেশনের সভাপতি মুশফিক পারভেজ রোহান, পাবনা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জীবন কুমার, শিক্ষার্থী রাসেল হোসেন, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। বক্তারা ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। শেষে পাবনা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

কেএস/এডিবি