ন্যাভিগেশন মেনু

পাবনায় নিষেধাজ্ঞা না মেনে ইলিশ ধরায় ১৪ জেলের জরিমানা


পাবনায় ইলিশ মাছের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ মাছ শিকারের অপরাধে ১৪ মৎস্যজীবীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৯ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়। সেই সঙ্গে ৩৫ কেজি ইলিশ মাছ উদ্ধার ও ৫টি ইলিশ ধরা নৌকা ধ্বংস করা হয়।

পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন জানান, রবিবার রাতে কতিপয় অসাধু মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদীর নাজিরগঞ্জ, হাসামপুর, গোয়ারিয়া এবং কামারহাটসহ ৭/৮টি পয়েন্টে ইলিশ মাছ শিকার করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১৪ জন মৎস্যজীবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত ইলিশ উপজেলার মানিকদীর এতিমখানায় বিতরণ করা হয়।

এস এ/এডিবি