ন্যাভিগেশন মেনু

পাবনায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে জামাই খুন


পাবনায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে রাজন হোসেন (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে জেলার সুজানগর উপজেলার মধুপুর গ্রামে এই হত্যার ঘটনা ঘটে।

সোমবার (১৯ অক্টোবর) ভোর ৫টার দিকে শ্বশুরবাড়ির লোকজন হাসপাতালে মরদেহ ফেলে রেখে পালিয়ে গেলে ঘটনা জানাজানি হয়।

নিহত রাজন পাবনা সদর উপজেলার বাংলাবাজার মহল্লার আশরাফ আলীর ছেলে।

সুজানগর থানা পুলিশ এলাকাবাসীর বরাত দিয়ে জানান, 'রবিবার রাত ৮টার দিকে রাজন মোটরসাইকেলে শ্বশুরবাড়ি মধুপুর গ্রামে বেড়াতে আসেন। রাত ১১টার দিকে স্ত্রী কামরুন্নাহারের সাথে তার প্রচণ্ড ঝগড়া হয় এবং এক পর্যায়ে সে স্ত্রীকে মারপিট করে। এর জের ধরে তার শ্বশুর এবং শ্যালকসহ বাড়ির অন্য সদস্যরা রাজনকে বেধড়ক মারপিট করলে সে মারা যায়।'

সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সেলিম মোরশেদ জানান, 'সোমবার ভোর ৫টার দিকে শ্বশুর কায়ুম খান এবং শ্যালক আব্দুর রাজ্জাক মৃত রাজনকে ভ্যানযোগে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে এবং অসুস্থতার কথা বলে তাকে চিকিৎসা দিতে বলে। পরে তারা পালিয়ে যায়। প্রচণ্ড আঘাতে রাতের কোন একসময় তার মৃত্যু হয়েছে।'

পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে মারপিট করে হত্যা করা হয়েছে। তবে তদন্তের পর হত্যার বিস্তারিত তথ্য জানা যাবে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের ভ্যানচালক শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি। 

এস এ /এডিবি