ন্যাভিগেশন মেনু

ফকিরহাটে প্রতিবেশীদের মারধরে নারীর মৃত্যু


বাগেরহাটের ফকিরহাট উপজেলায় প্রতিবেশীদের মারধরে আহত তাসলিমা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ এক নারীকে গ্রেপ্তার করেছে। নিহত তাসলিমা উপজেলার ব্রাহ্মনরাকদিয়া গ্রামের মো. নাসির উদ্দিনের স্ত্রী।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় নিহতের ছেলে জামাল হাওলাদার বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে ফকিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন।  আটককৃত নারীর নাম রাজিয়া বেগম। তিনি তাসলিমার প্রতিবেশী মহিবুল্লাহ‘র স্ত্রী।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জেরে ২৮ এপ্রিল সন্ধ্যার পরে রাজিয়া বেগম ও তার সন্তানরা তাসলিমা বেগমের বাড়িতে এসে গালিগালাজ করেন। এ সময় উভয়ের মধ্যে বাকতিণ্ডা হয়। এক পর্যায়ে রাজিয়া বেগম ও তার ছেলেরা তাসলিমাকে মারধর করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাসলিমাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) তাসলিমাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি জানান, তাসলিমা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হামলায় জড়িত থাকার অভিযোগে রাজিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এডিবি/