ন্যাভিগেশন মেনু

ফের হাসপাতালে দিলীপ কুমার


ফের হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। শ্বাসকষ্ট বোধ হওয়ায় গতকাল মঙ্গলবার তাঁকে মুম্বাইয়ের খারের পিডি হিন্দুজা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গতকাল (২৯ জুন) দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়। আগের সমস্যা নতুন করে দেখা দিলে বয়স ও পরিস্থিতি বিবেচনা করে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন। আজ চিকিৎসকরা তাকে আবার দেখবেন এবং চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তিনি বর্তমানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং অবস্থা স্থিতিশীল। চিন্তার কিছু নেই।’

চলতি মাসের শুরুতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দিলীপ কুমার। পরবর্তী সময়ে সুস্থ হলে বাড়িতেও ফেরেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতির কারণে ফের হাসপাতালে বলিউডের ‘ট্র্যাজিডি কিং’খ্যাত এই অভিনেতা।

১৯২২ সালের ১১ ডিসেম্বর জন্ম মুহাম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমারের। চলচ্চিত্র জগতে ‘ট্রাজেডি কিং’ নামেই পরিচিত ছিলেন তিনি। ১৯৪৪ সালে ‘বোম্বে টকিজ’-এর ব্যানারে ‘জোয়ার ভাটা’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন।

তারপর দিয়ে গিয়েছেন একের পর এক হিট ছবি। গত বছর দিলীপ কুমার করোনায় হারিয়েছেন তাঁর দুই ছোট ভাই আসলাম খান (৮৮) ও এহেসান খান (৯০)-কে।

ওআ/