ন্যাভিগেশন মেনু

বলিউডে অভিষেক হচ্ছে বরুণের ভাতিজির


বলিউডের গুণী নির্মাতা-প্রযোজক করন জোহর। তার হাত ধরে ২০১২ সালে বলিউডে অভিষেক হয় নির্মাতা ডেবিট ধাওয়ানের ছেলে বরুণ ধাওয়ানের। এবার করণের হাত ধরেই অভিষেক হতে যাচ্ছে বরুণের ভাতিজির। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে অভিনেতা বরণ ধাওয়ানের ভাতিজি অঞ্জনি ধাওয়ানের। করণ জোহরের হাত ধরেই তিনি সিনেমায় অভিনয় করবেন। এরইমধ্যে নাকি অঞ্জনি গ্রুমিংও শুরু করেছেন।

বলিউডে পা রাখার জন‌্য অঞ্জনি ধাওয়ান পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন। এজন‌্য কত্থক ক্লাসিক‌্যাল, ওয়েস্টার্ন নাচে প্রশিক্ষণ নিচ্ছেন। এরই মধ‌্যে চার-পাঁচটি সিনেমার চিত্রনাট‌্য পড়েছেন অঞ্জনি। কিন্তু কোনোটিই ফিরিয়ে দেননি। চাচা বরুণ ধাওয়ানের মতো করন জোহরের হাত ধরে ধর্মা প্রোডাকশনের ব‌্যানারে বলিউডে পা রাখতে যাচ্ছেন। এ সমস্ত সম্ভাবনার বাস্তবায়ন ২০২২ সাল কিংবা ২০২৩ সালের শুরুতে দেখা যাবে।

বলিউড অভিষেক না হলেও সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত অঞ্জনি। ছবি পোস্টের পাশাপাশি নাচের ভিডিও শেয়ার করতে দেখা যায় তাকে। তার ইনস্টাগ্রামে প্রায় দুই লাখ ফলোয়ার রয়েছে।

ওআ/