ন্যাভিগেশন মেনু

বাঁশখালীতে বোট ও অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার


বাঁশখালী উপজেলার ৯নং গন্ডামারা ইউপিস্থ গন্ডামারা এস এস পাওয়ার প্ল্যান্টের পশ্চিম পারশে কয়লা জেটির উত্তরে পাথর টালের দক্ষিণে কাঠের বোট নিয়ে ডাকাতির প্রস্ততিকালে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বাঁশখালী থানা পুলিশের ওসি তোফায়েল আহমেদের নেতৃত্বে গত রবিবার মধ্যরাতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলো কর্ণফুলী ফকিরনির হাট ইউপির ৭নং ওয়ার্ড এলাকার ইউসুফ আলীর পুত্র মোঃ দিদার (২৭), একই এলাকার মৃত আব্দুস শুক্কুরের পুত্র মোঃ নুরুদ্দীন (৩২), মৃত আব্দুস ছালামের পুত্র মোঃ শাহানুর (৩৫) ও মোঃ ইউছুফের পুত্র মোঃ সেলিম (৩০)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি রাম দা, ২টি চাইনিজ কুড়াল, ১টি ছোরা ও ১টি কাঠের বোট উদ্ধার করা হয়।