ন্যাভিগেশন মেনু

বাংলাদেশ রেলওয়ের ৪৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সম্পন্ন, শিরোপা পাকশীর


উৎসবমুখর পরিবেশে মধ্য দিয়ে প্রতি বছরের মতো বাংলাদেশ রেলওয়ের ৪৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার চট্টগ্রামের পলোগ্রাউন্ডে  দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
 
এবারও পাকশী দল শিরোপা অক্ষুণ রেখেছে। এ দলটি এবারের আসরে সাতটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জ পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গত আসরেও এ দলটি চ্যাম্পিয়ন হয়েছিল। 
সৈয়দপুর দল পাঁচটি স্বর্ণ, আটটি রৌপ্য ও দুইটি ব্রোঞ্জ পেয়ে রানার্সআপ হয়েছে। আর ১০০ মিটার দৌড়ে দ্রুততম মানব হয়েছেন পাহাড়তলী দলের ওমর ফারুক।
 
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো: হুমায়ুন কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলওয়ের মহাপরিচালক মো: কামরুল আহসান। এসময় রেলওয়ের ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আবু জাফর মিঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের আসরে দলগুলো হচ্ছে- লালমনিরহাট, হেড কোয়ার্টার (পশ্চিম), পাহাড়তলী, চট্টগ্রাম, পাকশী, সৈয়দপুর, হেড কোয়ার্টার (পূর্ব) ও ঢাকা।