উৎসবমুখর পরিবেশে মধ্য দিয়ে প্রতি বছরের মতো বাংলাদেশ রেলওয়ের ৪৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার চট্টগ্রামের পলোগ্রাউন্ডে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
এবারও পাকশী দল শিরোপা অক্ষুণ রেখেছে। এ দলটি এবারের আসরে সাতটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জ পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গত আসরেও এ দলটি চ্যাম্পিয়ন হয়েছিল।
সৈয়দপুর দল পাঁচটি স্বর্ণ, আটটি রৌপ্য ও দুইটি ব্রোঞ্জ পেয়ে রানার্সআপ হয়েছে। আর ১০০ মিটার দৌড়ে দ্রুততম মানব হয়েছেন পাহাড়তলী দলের ওমর ফারুক।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো: হুমায়ুন কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলওয়ের মহাপরিচালক মো: কামরুল আহসান। এসময় রেলওয়ের ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আবু জাফর মিঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের আসরে দলগুলো হচ্ছে- লালমনিরহাট, হেড কোয়ার্টার (পশ্চিম), পাহাড়তলী, চট্টগ্রাম, পাকশী, সৈয়দপুর, হেড কোয়ার্টার (পূর্ব) ও ঢাকা।