ন্যাভিগেশন মেনু

বান্দরবানে অবৈধ ইটভাটা স্থাপনে চেয়ারম্যানের ১০ বছরের সশ্রম কারাদন্ড


বান্দরবানে অবৈধ ইটভাটা (এএইচএন) স্থাপন করার দায়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১৭ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট বান্দরবান জেলার দায়িত্বশীল কেমিস্ট সামিউল আলম ।

মঙ্গলবার সাড়ে সাতটার দিকে থানচি উপজেলার তাজিংডং পাহাড়ের প্রাতাপাড়ায় ইটভাটায় অভিযান চালান অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আল মামুন। অভিযান শেষে রাতে বান্দরবানে ফিরে এই রায় ঘোষনা করেন ম্যাজিস্ট্রেট ।

কেমিস্ট সামিউল আলম জানান, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনের ৪টি ধারা এবং বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আইনের একটি ধারা সহ মোট ৫টি ধারা লংঘন ছিল ওই ইটভাটায়। পরে পরিবেশ আদালত বসিয়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যানকে ওই সাজা দেয়া হয়। অবৈধ ইটভাটা স্থাপনে বাকি আসামীদের বিষয়ে আদালত এখনো রায় দেননি।

তবে ওই ইটভাটার সাথে যুক্ত আসামীদের নাম জানাতে পারেননি কেমিস্ট সামিউল আলম ।

স্থানীয় সূত্রে জানা যায়, থানচি উপজেলা সদর থেকে ১৭ কিলোমিটার দূরে থানচি-লেক্রি নির্মাণাধীন সড়কে তাজিংডং পাহাড়ের প্রাতাপাড়ায় ড্রাম চিমনি বসিয়ে ইট তৈরি করা হচ্ছে।

এছাড়াও সেখানে নির্বিচারে বনাঞ্চলের গাছ কেটে জ্বালানি হিসেবে অবাধে পোড়োনো হচ্ছে । পাহাড়ের মাটি কেটে অবিরাম ইট তৈরি করছেন ।

ওয়াই এ/ এস এস