ন্যাভিগেশন মেনু

বিপিএল শুরু হচ্ছে ১৯ জানুয়ারি


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন  আসরের সময় সূচি চূড়ান্ত হয়েছে । আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস ও এবারের আসরের নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের। মার্চের ১ তারিখে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে দশম বিপিএলের। এবারও ঢাকা, সিলেট ও চট্টগ্রামের আয়োজিত হবে বিপিএলের ম্যাচগুলো।

আগামী ১৯ জানুয়ারি শুরু হয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলবে খেলা। ২৪ ও ২৫ জানুয়ারি সফর ও বিরতির পর ২৬ জানুয়ারি সিলেট পর্ব শুরু হবে। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। দুদিন বিরতি দিয়ে দলগুলো আবার ফিরে আসবে ঢাকায়।

৬ থেকে ১০ ফেব্রুয়ারি ঢাকায় দ্বিতীয় পর্ব শেষ করার দুদিন পর খেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত খেলা অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের শেষ দুটি ম্যাচ, এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বরাবরের মতোই ঢাকাতে।

প্রথম রাউন্ডে হবে ৪২টি ম্যাচ। ২৫ ফেব্রুয়ারি হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল ম্যাচ দিয়ে আসরের পর্দা নামবে ১ মার্চ।