ন্যাভিগেশন মেনু

বুলবুল কেড়ে নিলো ১৪ প্রাণ


সর্বাত্মক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ সত্বেও ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর তাণ্ডবে বাংলাদেশের ১১ জেলায় ঘর ও গাছচাপা পড়ে মহিলাসহ ১৪ জনের মৃত্যু হয়েছে।

 এর মধ্যে খুলনায় ২ জন, বাগেরহাটে ২ জন, পটুয়াখালী ১ জন, পিরোজপুরে ১ জন, মাদারীপুরে ১ জন, ভোলায় ১ জন, সাতক্ষীরায় ১ জন, শরীয়তপুরে ১ জন, বরিশালে ১ জন, গোপালগঞ্জে ১ জন বরগুনা জেলায় ২ জন প্রাণ হারিয়েছে। ঝড়ের কবলে পড়ে ৬০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

উপকূলীয় অঞ্চলে বহু বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিপুলসংখ্যক গাছ উপড়ে পড়েছে।শনিবার দিবাগত রাত থেকে রবিবার দুপুরের মধ্যে ঝড়ের দাপটে এ ক্ষয়ক্ষতি হয়েছে।

খুলনায় বুলবুলের আঘাতে দিঘলিয়া ও দাকোপ উপজেলায় গাছের নীচে চাপা পড়ে প্রমিলা মণ্ডল (৫২) ও আলমগীর হোসেন (৩৫) নিহত হয়েছেন।

খুলনার কয়রা উপজেলায় দেড় হাজার ঘরবাড়ি এবং দাকোপ উপজেলায় ১৭০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। দাকোপে ৩১৫টি চিংড়ি ঘের ও ৪২৫টি পুকুর ভেসে গেছে। এই দুটি উপজেলায় গতকাল মধ্যরাত থেকে বিদ্যুৎ নেই।

বাগেরহাটের রামপাল ও ফকিরহাটে ২ জনের মৃত্যু হয়েছে। বাগেরহাটের রামপাল উপজেলার ভরসাপুর গ্রামে গাছচাপা পড়ে সামিয়া খাতুন (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

পটুয়াখালী জেলায়  গাছ উপড়ে বসত ঘরের ওপর পড়ে মির্জাগঞ্জ উপজেলায় হামেদ ফকির (৬৫) নিহত হয়েছে। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের লড়া গ্রামে ঘরের উপর গাছ চাপা পড়ে ননী গোপাল মণ্ডল (৬৫) মারা গেছেন। মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি গ্রামে ঘরের ওপর গাছ পড়ে সালেহা বেগম (৪০) মারা গেছেন। 

ভোলায় ঘূর্ণিঝড়ে ট্রলার ডুবে ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ১০ জন নিখোঁজ রয়েছেন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আবুল কালামের (৬০) মৃত্যু হয়েছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঘরের উপর গাছ পড়ে আলী বক্স ছৈয়াল (৭০) নিহত হয়েছে।

ব‌রিশালের উজিরপুর উপজেলায় ঘরচাপা পড়ে আশালতা মজুমদার (৬৫) মারা যান।গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে গাছ চাপা পড়ে সেকেল হাওলাদার (৭০) নিহত হয়েছেন।

বিভিন্ন স্থানে সড়কের পাশের গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বুলবুলের তাণ্ডবে বরগুনা সদর ও বামনা উপজেলায় দুইজন মারা গেছেন।

বামনা উপজেলার উত্তর কাকচিড়া গ্রামে ঝড়ের আতঙ্কে শিশীর বিশ্বাসের (২৫) মৃত্যু । বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় সমগ্র বামনা এখন বিদ্যুতবিহীন রয়েছে।

এস এস

আজকের বাংলাদেশপোস্টের জাতীয় সংবাদ পেতে এখানে ক্লিক করুন