ন্যাভিগেশন মেনু

বৃহস্পতিবার থেকে প্রথম ডোজের টিকা কার্যক্রম শুরু


করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে আবারও প্রথম ডোজের টিকা কার্যক্রম শুরু হচ্ছে। এক্ষেত্রে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালসহ টিকা কেন্দ্রগুলোতে দেয়া হবে সিনোফার্মের টিকা। আর ফাইজারের টিকা দেয়া হবে রাজধানীর সাতটি কেন্দ্রে। আপাতত অগ্রাধিকারের ভিত্তিতেই সারাদেশে টিকা দেওয়া হবে।

বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

তিনি বলেন, সারা দেশে সব মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সদর হাসপাতাল, ২৫০ বেড হাসপাতাল ছাড়াও চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতাল, সৈয়দপুর সদর হাসপাতালে এ টিকাদান কর্মসূচি চলবে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।

শামসুল হক আরও বলেন, ঢাকা শহরের ভেতরে ৪৮টি কেন্দ্রে আমাদের টিকাদান কর্মসূচি চলছিল, এই মুহূর্তে আটটি কেন্দ্র বাদ দিয়ে আমরা বাকি ৪০টি কেন্দ্রে পূর্বের মতো একই সময়ে, একই নিয়মে টিকাদান কর্মসূচি শুরু করবো। যারা রেজিস্ট্রেশন করে এসব কেন্দ্রে টিকা নিতে পারেননি, তারা এখন টিকা নিতে পারবেন। যারা অগ্রাধিকার তালিকায় আছেন, তাদের জন্য আজ থেকে রেজিস্ট্রেশন চালু হচ্ছে। আমাদের করোনার টিকাদান কেন্দ্র লকডাউনের আওতা বহির্ভূত। কারো হাতে যদি ভ্যাকসিন কার্ড থাকে, সেটি প্রদর্শন করে কেন্দ্র যেতে পারবেন। যেসব দেশে সিনোফার্মের ভ্যাকসিন মেনে নিচ্ছে, আমাদের প্রবাসী শ্রমিকরা কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন। ঢাকার বাইরেও টিকা নেওয়া যাবে। তবে, রেজিস্ট্রেশন ছাড়া টিকা নেওয়া যাবে না।

ওআ/