ন্যাভিগেশন মেনু

বেনাপোলে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে আড়াই কোটি টাকার প্রকল্প


দেশের শ্রেষ্ট মর্যাদা সম্পন্ন বেনাপোল পৌরসভা উন্নয়ন এর ধারা অব্যাহত রেখে দারিদ্র জনগোষ্টির উন্নয়নের জন্য ইউজিপ-৩ প্রকল্পের সহযোগিতায় ওয়েব আইডি ও এডিবি ব্যাংক এর অর্থায়নে বেনাপোল পৌর এলাকার ২ কোটি ৬৬ লাখ ৬৭ হাজার ৬৭৩ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। রোবাবার সকাল ১১ টার সময় এ প্রকল্পের উদ্বোধন করেন। 

বেনাপোল পৌর এলকার দারিদ্র জনগোষ্টির (বস্তিবাসী) নামাজ গ্রাম, বেনাপোল হাজিপুকুর, কাগজপুকুর ও কাগমারি এলাকায় উন্নয়নের মধ্যে থাকবে টয়লেট, ডাষ্টবিন, ফুটপাত, বৃক্ষরোপন, সোলার লাইট, ড্রেন নির্মান ও গভীর নলকূপ স্থাপন। 

বেনাপোল পৌর সুত্রে জানা যায়, সমাজের পিছিয়ে পড়া মানুষ বস্তিবাসীর জন্য সাধারন নাগরিকদের মত সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য ইউজিপ-৩ প্রকল্পের সহযোগিতায় এডিবির অর্থায়নে এ কাজ হাতে নিয়েছে। এর মধ্যে থাকবে টয়লেট ৩২টি, ডাষ্টবিন ৪টি, বৃক্ষরোপন ৪০০ টি, সোলার লাইট ৪৩টি, ড্রেন ২৯০ মিটার, গভীর নলকুপ ১০ টি, ফুটপাত ৯৪৫ মিটার। যার ব্যয় হবে ২ কোটি ৬৬ লাখ ৬৭ হাজার ৬৭৩ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, বেনাপোল পৌরসভার প্রধান সহকারী আব্দুল্লাহ আল মাসুম রনি, বেনাপোল পৌর আওয়ামীলীগের সিনিয়র সদস্য মোজাফফার হোসেন, বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, নামাজ গ্রাম দরিদ্র জনগোষ্টির সভাপতি জামেনা বেগম ও হাজিপুকুর এর সভাপতি কুলসুম বিবি।

এস এস

আপডেট নিউজ পেতে ভিজিট করুন - আজকের বাংলাদেশ পোস্ট